Header Ads

Header ADS

দেশের সর্বশেষ বন্যা পরিস্থিতি; সিলেটে বন্যা

সিলেট,রংপুর,সুনামগঞ্জ,হবিগঞ্জ,নেত্রকোনা,কুড়িগ্রাম সহ দেশের উত্তর-পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি জেলা একযোগে আক্রান্ত হয়েছে চলমান এই বন্যায়। বন্যা পরিস্থিতি সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে সিলেটে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে এখন বাংলাদেশে। 

 

সিলেটে বন্যা


দেশের সর্বশেষ বন্যা পরিস্থিতি; সিলেটে বন্যা 

বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম হল বন্যা। প্রায় প্রতি বছরই দেশে বন্যা দেখা যায় তবে এবারকার বন্যা একটু অন্যরকম। গত ২০০০ সালের বন্যার পর এবারই প্রথম দেশে এত বড় আর ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে বলে ধারণা করছেন সবাই।  

 

সুনামগঞ্জের ৯০ ভাগ সিলেটের ৬০ ভাগ এলাকা তলিয়ে গেছে পানিতে। এছাড়াও উপরে উল্লিখিত জেলা গুলোর প্রায় অধিকাংশ এলাকায় ডুবে গেছে পানিতে। স্কুল, কলেজ, মাদ্রাসা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সবই তলিয়ে গেছে পানিতে। এরই মধ্যে তলিয়ে গেছে রেলস্টেশন এমনকি বিমানবন্দরেও বন্যার পানি বেধে গেছে। যার কারণে বন্ধ আছে সিলেটের ওসমানী বিমানবন্দরে বিমান চলাচল। 

 

কোনো কোনো এলাকায় হাটু জল, তো কোনো কোনো এলাকায় কোমর জল। আবার কোথাও পানি উঠে গেছে একেবারে মাথার উপরে। ভয়াবহ এই বন্যার থেকে বাচতে মানুষ ছুটে চলেছে আশ্রয় কেন্দ্রে। তবে স্কুল, কলেজেও পানি ওঠাতে বিপাকে পড়তে হচ্ছে তাদের। দূরের আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে বানভাসি মানুষের। তাছাড়া প্রায় ১৬ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এত এত লোকজন জায়গা দেওয়ার মত আশ্রয় কেন্দ্রও নেয় ব্যবস্থাপনায়। তাহলে এই বন্যার্তদের উপায় হবে কি?

 

দূর্বিসহ হয়ে পড়েছে উক্ত জেলা গুলোর সাধারণ মানুষের জীবন। শুধু গ্রামাঞ্চলেই নয়, বন্যার পানি ঢুকে পড়েছে প্রতিটি জেলার সদর শহরে। এমন অবস্থায় অসহায় হয়ে ছুটে বেড়াচ্ছেন তারা। খাবার পানি সহ অভাব শুকনো খাবারের। ইতিমধ্যে সেনাবাহিনী নৌবাহিনী নেমে পড়েছে সাহায্য সহযোগিতার জন্য। যেসব জায়গায় মানুষ এখনো আটকা পড়ে আছে তাদের উদ্ধারের জন্য মরিয়া হয়ে কাজ করে চলেছেন তারা।

 

এসএসসি সমমান পরিক্ষা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে বন্যার জন্য। স্থানীয় সরকার প্রতিনিধি বিত্তবানদের আহবান করা হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ তুমি তাদের হেফাযত করো।


👉আমাদের এই ফেসবুক পেজটি লাইক ও ফলো করুনঃ  𝐀𝐟𝐭𝐞𝐫𝐋𝐢𝐟𝐞পরকাল


আরো পড়ুনঃ






কোন মন্তব্য নেই

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.