Header Ads

Header ADS

চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণ কাজ

বেশ সুচারুভাবে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল এর নির্মাণ কাজ। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০২৪ সাল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান বলেছেন, এই টার্মিনালটি চালু হলে বছরে অন্তত দুই কোটি যাত্রীর ব্যবস্থাপনায় সক্ষম হবে বাংলাদেশ।   

 
hazrat shahjalal international air lines
 

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৩য় টার্মিনাল


দ্রুততার সাথে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল এর নির্মাণ কাজ। যার আয়তন প্রায় লক্ষ ৩০ হাজার বর্গমিটার। বিশ্বের আধুনিক বিমানবন্দর গুলোর মত করে তৈরি হচ্ছে ৩য় টার্মিনাল এর নির্মাণ কাজ। এই টার্মিনাল এর প্রতিটি ভবনের সাথে থাকছে ব্যাগেজ হ্যান্ডেল সিস্টেম। এছাড়াও থামছে ফায়ার সিস্টেম। আরো থাকছে লিফট এর সুবিধা এবং মুভিং ওয়ার্কার সিস্টেম।  

 

যাত্রীদের যাতে করে সুদীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে সময় ক্ষেপণ না করতে হয় তার জন্য আছে সুব্যবস্থা। নতুন এই টার্মিনালে থাকছে সর্বমোট ১১৫ টি চেকিং কাউন্টার। আরো থাকছে মোট ১২ টি বোডিং ব্রিজ। তাছাড়া আরো থাকছে বহিঃগমন ইমিগ্রেশন কাউন্টার সর্বোমোট ৬৪ টি। নতুন হতে যাওয়া এই টার্মিনালে যাত্রীদের লাকেজ পাওয়ার জন্য ঘন্টা কি ঘন্টা আর অপেক্ষার প্রহর গোনার প্রয়োজন পড়বে না।  

 

বছরে অন্তত কোটি যাত্রীর সেবা দান করবে এই টার্মিনালটি। আর সেজন্যই তৈরি হচ্ছে তিনটি আলাদা আলাদা ভবন। পরিবহন লাইনের সাথে সংযোগ স্থাপন করা হবে এই টার্মিনালটি।  

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় এই টার্মিনালটি করতে ব্যয় হচ্ছে মোট ২১ হাজার কোটি টাকা। এত বড় বাজেটের এই টার্মিনালটিতে থাকছে না কোনো কিছুরই কমতি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রমণ ব্যবস্থা সঠিক করতে থাকছে সব রকমের সুবিধা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ম ২য় বিমানবন্দরের তুলনায় বেশ কয়েকগুনে বড় হতে যাচ্ছে এই টার্মিনালটি।

 

বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান বলেছেন, আমরা আশেপাশের প্রতিটা সড়কের আথে কানেক্টিভিটি রাখছি বিমানবন্দরটির। শুধু তাই নয়। এখানে ভবিষ্যতের জন্য থাকছে মেট্রোলাইনের টানেল ব্যবস্থা। যেটা এখন দরকার না হলেও  করে রাখা হচ্ছে। এমনকি এখান থেকে বাস স্টেশন বা রেলস্টেশনে যেতে যে কানেক্টিভিটি আছে সেটাও আমরা এই টার্মিনাল এর সাথে করছি। তাছাড়াও যাত্রী চেকিং থাকছে অত্যাধুনিক ব্যবস্থা। যাতে বাচবে সময়। 

 

উল্লেখ্য যে, এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ম ২য় টার্মিনাল এর অল্প জায়গায় যাত্রীর চাপ অনেক বেড়ে গেছে। পরিস্থিতি সামলিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। আর তাই নির্মাণ করা হচ্ছে ৩ এই টার্মিনাল। যাতে এই চাপ সামলাতে পারেন কর্তৃপক্ষ।  

 

এই টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হবে ২০২৪ সালে বলে ধারনা করা হচ্ছে। এটির কাজ শেষে যখন চালু হবে তখন বাড়বে আন্তর্জাতিক বিমান চলাচলের সংখ্যা। অর্থাৎ, এখনকার তুলনায় তখন বেশি বিমান চলবে এই বিমানবন্দরে। সেই সাথে আধুনিক হবে দেশের প্রধানতম এই বিমানবন্দরটি।


আরো পড়ুনঃ

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ-অধিনায়ক সাকিব আল হাসান

স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী- রংপুর নিউজ

কোরবানির গরুর নাম পুষ্পা,আর ডি এক্স, বস টু-  চলে এসেছে বাজারে  

কোন মন্তব্য নেই

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.