স্বল্প ব্যয়ে আর অল্প পরিসরে অনলাইনে আয় করুন ঘরে বসেই
ঘরে বসে টাকা আয় করুন |
স্বল্প ব্যয়ে আর অল্প পরিসরে অনলাইনে আয় করুন ঘরে বসেই
বাংলাদেশে এখন অনেক বেকার যুবক-যুবতী আছে যারা অনার্স-মাস্টার্স পাশ করে চাকুরির অভাবে শুধু বসেই আর অবহেলাতেই দিন কাটাচ্ছে। অনেকে আবার চাকরির ইন্টারভিউ দিতে দিতেই ক্লান্ত। অনেকে আবার টিউশনি করে আয় করার চেষ্টা করে কিন্তু তাতে যে পরিমানে ইনকাম আসে সেটা খুবই সামান্য। বয়স বাড়ার সাথে সাথে আমাদের মাথায় একটা চিন্তা চলে আসে যে কিভাবে আমরা টাকা উপার্জন করব। অনেকে চান মা-বাবা,ভাই-বোন বা এক কথায় পরিবারের মুখে হাসি ফোটাতে। কিন্তু সেটা শুধু স্বপ্নই থেকে যাই। আর তাই এসময়ে এসে তাদের অনেকেই মানসিকভাবে হতাশা গ্রস্থ হয়ে যায়।এরকম অবস্থায় যে সকল বন্ধুরা পড়ে আছেন,আজকের এই ব্লগটা অবশ্যই তাদের জন্য।
দেশের সরকার আমাদের সবার চাকরি দিতে অক্ষম।কারণ,চাকরির তুলনায় প্রার্থীর সংখ্যা অনেক অনেক বেশি।তাই সরকার আমদেরকে আত্মকর্মসংস্থানে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছে।আর আত্মকর্মসংস্থান বলতে আমরা শুধু মুরগি পালন,পোল্ট্রি চাষ,মৎস্য চাষ,হাঁস চাষ,গরু পালন এসব বুঝে থাকি।কিন্তু আপনি জানেন কি এত এত কষ্ট না করে ঘরে বসেই খুব সহজে ইনকাম করতে পারেন।অনেকে হয়তোবা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কিসের কথা বলছি।হ্যাঁ,আমি ফ্রিল্যান্সিং এর কথা বলছি।যদি আপনার কাছে তেমন টাকা না থাকে তাহলে আপনি অল্প খরচের মধ্যে একটা কম্পিউটার কিনে সাথে একটা ব্রডব্যান্ড বা ওয়াইফাই কানেকশন নিয়ে শুরু করতে পারেন আপনার ক্যারিয়ারের যাত্রা।তবে এক্ষেত্রে অবশ্যই যেটা লাগবে সেটা হল ট্রেনিং।
ট্রেনিং কোথা থেকে শিখবেন??
(১)ট্রেনিং সেন্টার (২)ইউটিউব ভিডিও (৩)অনলাইন ক্লাস
এসব মাধ্যম গুলোর মধ্যে ফ্রি হল (২) ইউটিউব ভিডিও।তীব্র ইচ্ছা আর যদি থাকে প্রবল আগ্রহ তবেই আপনি টিকতে পারবেন এই সেক্টরে।এইখানে আপনার জন্য অনেক রকমের কাজ আছে।আপনি আপনার পছন্দ অনুযায়ী খুঁজে নিবেন আপনার কাজ।টপ লেভেলের কিছু জব হলঃ
১.গ্রাফিক্স ডিজাইন ২.ওয়েব ডেভলপমেন্ট ৩.সোস্যাল মিডিয়া মার্কেটিং ৪.ডাটা এন্ট্রি ৫.ভিডিও এডিটিং ইত্যাদি।
প্রথমেই চিন্তা করতে হবে যে আপনি কোন বিষয়ে কাজ করতে চান এবং আপনার দ্বারা সেটি সম্ভব কিনা।এরপর আপনাকে এইখানে প্রচুর সময় ব্যয় করা লাগবে।টাকা খরচ করতে না চাইলে আপনার কোনো ট্রেনিং সেন্টারে যাওয়ার দরকার নেই।ফ্রিতে শেখার জন্য ইউটিউব ই যথেষ্ট।আর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে তো গুগল রেডি আছেই।যখনই কিছু বুঝতে কষ্ট হবে তখনই প্রশ্ন করুন গুগলকে।
আমার এই পোস্ট থেকে যদি একটুও উপকার পেয়ে থাকেন তাহলে আমার এই ওয়েব পেজটাকে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন।আর একটা লাইক ও একটা কমেন্ট অবশ্যই করবেন।
ধন্যবাদ।
আরো পড়ুন ঃ
কোন মন্তব্য নেই