Header Ads

Header ADS

২২ তম সম্মেলনে কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক?

 ২২ তম সম্মেলনে কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক?



আওয়ামী লীগের ২২ তম সাধারণ সম্মেলন


আওয়ামী লীগের ২২ তম সাধারণ সম্মেলন


নুষ্ঠিত হতে চলেছে আওয়ামী লীগের ২২ তম সাধারণ সম্মেলন। টানা ১০ম বারের মত সভাপতি হতে চলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এটি এক রকম নিশ্চিত। তবে কে হতে পারে সাধারণ সম্পাদক এই নিয়ে চলছে  আনাগোনা। দলটির তৃণমূলের নেতৃবৃন্দরা চান যোগ্য ও কর্মনিষ্ঠ কেউ আসুক এই পদে। দলের সব নেতা কর্মীরা চান যোগ্যবান হিসেবে সভানেত্রী শেখ হাসিনা যাকে সাধারণ সম্পাদকের আসনে বসাবেন, সেই হবে সাধারণ সম্পাদক। তবে কে হতে পারে সে? আসুন দেখি কোন কোন নেতার নাম উঠে এসেছে এই তালিকায়??

(১) ওবায়দুল কাদেরঃ বর্তমানে চলমান কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন ওবায়দুল কাদের।  এই নিয়ে তিনি টানা ২য় বারের মত সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা তিনি। বর্তমান সরকারের সড়ক ও সেতু মন্ত্রীর পদে আছেন তিনি।

(২)ড.আব্দুর রাজ্জাকঃ বর্তমানে ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতিমন্ডলির আরেকজন প্রভাবশালী নেতা। সম্মেলনের ঘোষণা  পাওয়ার সঙ্গে সঙ্গে তিনিও ছুটছেন সাধারণ সম্পাদকের আশায়।বর্তমানে তিনি সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্বে আছেন।

(৩)জাহাঙ্গীর কবির নানকঃ দলের সিনিয়র ব্যক্তিত্বের তালিকায় ও অভিজ্ঞতার বিবেচনায় সাধারণ সম্পাদক পদের জন্য অনেকটাই এগিয়ে আছেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলছেন সভানেত্রী শেখ হাসিনা যাকে পছন্দ তাকে তিনি এই পদে বসাবেন। অনেকের মতে জাহাঙ্গীর কবির নানক  হতে পারেন এবারকার সাধারণ সম্পাদক।

(৪)আ ফ ম বাহাউদ্দীন নাসিমঃ আ ফ ম বাহাউদ্দীন নাসিম আওয়ামী লীগের আরেক প্রভাবশালী ও সুপরিচিত একজন নেতা। তিনি বলেছেন, সবাই তো আর সারা জীবন ক্ষ্মতায় থাকে না। একজন আসবে আবার একজন যাবে এটাই তো নিয়ম। কখনো নেতা সংযোজন হয়েছে আবার কখনো বিয়োজন হয়েছে। তিনিও আশাবাদিী এই পদের জন্য।

(৫)আব্দুর রহমানঃ যোগ্যতার দিক দিয়ে পিছিয়ে নেই সাবেক ছাত্র নেতা আব্দুর রহমান। উপজেলা ও ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে দেখা গেছে তার সরব উপস্থিতি ও ভূমিকা। অনেক কষ্ট আর পরিশ্রম করে যাচ্ছেন তিনি তার সংগঠনের জন্য। তিনিও এগিয়ে আছেন এই তালিকায়।

(৬)মাহবুবুল আলম হানিফঃ মাহবুবুল আলম হানিফ বিগত ৩ নির্বাচনে রেখেছেন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও দলীয় বিভিন্ন ঝামেলা মেটাতে পালন করেছেন অনেক দায়িত্ব। তার দিকেও আছে সাধারণ সম্পাদক পদ পাওয়ার একটা সুযোগ।


এতালিকায় আছেন আরো অনেক গুণী নেতা।আছেন ডা. দীপু মনিও। তবে কে হবে সাধারণ সম্পাদক এটা দেখতে হলে দেরি করতে হবে আরো বেশ কয়েকটা দিন যতদিন না শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ।
যাইহোক, কে হবে আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক সে সম্পর্কে শেষ সিদ্ধান্ত নিবেন দলের সভাপতি শেখ হাসিনা নিজেই। আর তার জন্য করতে হবে এখনো  অপেক্ষা।



কোন মন্তব্য নেই

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.