Header Ads

Header ADS

মাঙ্কিপক্স কি? নতুন আতঙ্ক মাঙ্কিপক্স ভাইরাসের লক্ষণ

দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। এখন পর্যন্ত বিশ্বের মোট ১৪ টি দেশে হানা দিয়েছে নতুন এই আতঙ্ক। তবে ধারণা করা হচ্ছে করোনার মত অতটা মহামারি রুপ নেবে না এই  ভাইরাস।


মাঙ্কিপক্স ভাইরাস


মাঙ্কিপক্স ভাইরাস 


মাঙ্কি পক্স ভাইরাস, নামটি অনেকের কাছে নতুন মনে হতে পারে। তবে এটি নতুন কোনো রোগ নয়। ১৯৫৮ সালে প্রথম বানরের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। আর সে অনুযায়ী এই ভাইরাসের নাম দেওয়া হয় মাঙ্কিপক্স। আর ভাইরাসটি মানব শরীরে প্রথম শনাক্ত হয় ১৯৭০ সালে। তবে পুরোনো একটি রোগ হলেও এই রোগ বিশ্বে দেখা গেছে মাত্র ৮ বার। তবে ভাইরাসটি এবার একটু নড়ে-চড়ে বসেছে। ইতিমধ্যে নতুন করে ৯ম বারের মত আক্রান্ত হয়েছে এখন পর্যন্ত ১৪ টি দেশ।

বিশ্লেষকদের মতে, এর প্রাদুর্ভাব বাড়তে পারে আরো। নতুন করে এই রোগটি ধরা পড়ে গত ৭ই মে, যুক্তরাজ্যে। আর তার পরপরই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা সহ বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। সবচেয়ে বেশি আতঙ্কে আছে ইসরায়েল ও সুইজারল্যান্ড। এখন পর্যন্ত বিশ্বের ১৪ টি দেশে মোট ৯২ জনের দেহে শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স। 

মাঙ্কিপক্স এর প্রতিষেধক হিসেবে গুটি বসন্তের প্রতিষেধক বেশ কার্যকরী। তবে এই রোগের এখনো কোনো টীকা আবিষ্কার হয়নি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই এর টীকা আবিষ্কারের কাজ শুরু হবে। ১৯৮০ সালের পর থেকে গুটি বসন্ত দেখা যায়নি তেমন একটা। আর তাই মানুষ গুটি বসন্তের টীকা নেওয়া অনেক কমিয়ে দেয়। আর এরই সুযোগ নিচ্ছে মাঙ্কিপক্স। 

মাঙ্কিপক্স কিঃ


মাঙ্কিপক্স একটি বিরল রোগ যা মাঙ্কি পক্স ভাইরাসের কারণে হয়ে থাকে। মাঙ্কি পক্স ভাইরাস পক্সভিরিডে পরিবারের অরথোপক্স ভাইরাসের অন্তর্গত। 

মাঙ্কিপক্স ভাইরাসের লক্ষণ ঃ


জ্বর
মাথা ব্যথা
পিঠে ব্যথা
ঘেমে যাওয়া
অবসাদ
মাংসপেশির টান ইত্যাদি।

জ্বর ছেড়ে দিলে শরীরে ফুসফুড়ি দেখা দেয়। বেশির ভাগ ক্ষেত্রে মুখে ফুসফুড়ি হয় তবে তার পরে হাতের তলায় ও পায়ের তলায় প্রচুর পরিমাণে ফুসফুড়ি দেখা যায় এবং ফুসফুড়ির মধ্যে পানি হতে দেখা যায়। 

বাংলাদেশ মাঙ্কিপক্স মোকাবিলার জন্য পুরোপুরি ভাবেই তৈরি। মাঙ্কিপক্স আক্রান্ত দেশ থেকে কেউ দেশে এলে তাকে আলাদা করে চেকআপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মাঙ্কিপক্স থেকে সবাই নিরাপদ থাকার চেষ্টা করুন এবং আপনার আপনজন ও অন্যান্যদের অবহিত করুন। ধন্যবাদ।  
 




1 টি মন্তব্য:

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.