ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২, বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ
ফুটবল মানেই উত্তেজনা, ফুটবল মানেই নেইমার, মেসি, ম্যারাডোনা। এরকম একটা মনোভাব আমাদের সবার মাঝে কাজ করে। আর এই উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে আসছে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২।
![]() |
বিশ্বকাপ ফুটবল ২০২২ |
আসছে ফুটবল বিশ্বকাপ ২০২২। এবারের আসর জমে উঠবে কাতারে যা আমাদের সবারই হয়তো বা জানা। চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে বাছাই পর্বের খেলা। ফুটবল খেলা পছন্দ নয় এমন একটা মানুষ খুঁজে পাওয়া মনে হয় অসম্ভব। আর তাই প্রত্যেকের উদ্দীপনা এখন এই ফুটবল বিশ্বকাপ নিয়ে। আজকের এই ব্লগে থাকছে কাতার বিশ্বকাপ এর বিস্তারিত আলোচনা।
কাতার বিশ্বকাপের দলগুলোর নামঃ
১.কাতার ২.বেলজিয়াম ৩.ব্রাজিল ৪.ফ্রান্স ৫.আর্জেন্টিনা ৬.ইংল্যান্ড ৭.স্পেন ৮.পর্তুগাল ৯.ডেনমার্ক ১০.নেদারল্যান্ডস ১১.জার্মানি ১২. মেক্সিকো ১৩.আমেরিকা ১৪.সুইজারল্যান্ড ১৫.ক্রোয়েশিয়া ১৬. উরুগুয়ে ১৭.সেনেগাল ১৮.ইরান ১৯.জাপান ২০.মরোক্কো ২১.সার্বিয়া ২২.পোল্যান্ড ২৩.সাউথ কোরিয়া ২৪.তিউনিসিয়া ২৫.সৌদি আরব ২৬.ইকুয়েডোর ২৭.ঘানা ২৮.ক্যামেরুন ২৯.কানাডা ৩০.অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত/পেরু ৩১.নিউজিল্যান্ড অথবা ক্রোয়েশিয়া ৩২.ইউক্রেন/স্কটল্যান্ড/ওয়ালেস ।
বিশ্বকাপ ফুটবল ২০২২ গ্রুপঃ
ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এ গ্রুপ থাকছে মোট ৩২ টি। এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কোন গ্রুপেঃ
গ্রুপ এঃ
- কাতার
- ইকুয়েডোর
- নেদারল্যান্ডস
- সেনেগাল
গ্রুপ বিঃ
- ইংল্যান্ড
- ইরান
- আমেরিকা
- ইউক্রেন অথবা স্কটল্যান্ড
গ্রুপ সিঃ
- আর্জেন্টিনা
- সৌদি আরব
- মেক্সিকো
- পোল্যান্ড
গ্রুপ ডিঃ
- ফ্রান্স
- অস্ট্রেলিয়া
- ডেনমার্ক
- তিউনিসিয়া
গ্রুপ ইঃ
- স্পেন
- কোস্টারিকা অথবা নিউজিল্যান্ড
- জার্মানি
- জাপান
গ্রুপ এফঃ
- বেলজিয়াম
- কানাডা
- মরোক্কো
- ক্রোয়েশিয়া
গ্রুপ জিঃ
- ব্রাজিল
- সার্বিয়া
- সুইজারল্যান্ড
- ক্যামেরুন
গ্রুপ এইচঃ
- পর্তুগাল
- ঘানা
- উরুগুয়ে
- সাউথ কোরিয়া
বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশঃ
১. সেনেগাল বনাম নেদারল্যান্ডস (২১ নভেম্বর, বিকাল ৪ টা)
২. ইংল্যান্ড বনাম ইরান (২১ নভেম্বর, সন্ধ্যা ৭ টা)
৩. কাতার বনাম ইকুয়েডোর (২১ নভেম্বর, রাত ১০ টা)
৪. আমেরিকা বনাম স্কটল্যান্ড (২১ নভেম্বর, রাত ১ টা)
৫. আর্জেন্টিনা বনাম সৌদি আরব (২২ নভেম্বর, বিকাল ৪ টা)
৬. ডেনমার্ক বনাম তিউনিশিয়া (২২ নভেম্বর, সন্ধ্যা ৭ টা)
৭. মেক্সিকো বনাম পোল্যান্ড (২২ নভেম্বর, রাত ১০ টা)
৮. ফ্রান্স বনাম পেরু অথবা অস্ট্রেলিয়া (২২ নভেম্বর, রাত ১ টা)
৯. মরোক্কো বনাম ক্রোয়েশিয়া (২৩ নভেম্বর, বিকাল ৪ টা)
১০. জার্মানি বনাম জাপান (২৩ নভেম্বর, সন্ধ্যা ৭ টা)
১১. স্পেন বনাম কোস্টারিকা (২৩ নভেম্বর, রাত ১০ টা)
১২. বেলজিয়াম বনাম কানাডা (২৩ নভেম্বর, রাত ১ টা)
১৩. সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন (২৪ নভেম্বর, বিকাল ৪ টা)
১৪. উরুগুয়ে বনাম নেদারল্যান্ডস (২৪ নভেম্বর, সন্ধ্যা ৭ টা)
১৫. পর্তুগাল বনাম ঘানা (২৪ নভেম্বর, রাত ১০ টা)
১৬. ব্রাজিল বনাম সার্বিয়া (২৪ নভেম্বর, রাত ১ টা)
১৭. স্কটল্যান্ড অথবা ইউক্রেন বনাম ইরান (২৫ নভেম্বর, বিকাল ৪ টা)
১৮. সেনেগাল বনাম নেদারল্যান্ডস (২৫ নভেম্বর, সন্ধ্যা ৭ টা)
১৯. নেদারল্যান্ডস বনাম ইকুয়েডোর (২৫ নভেম্বর, রাত ১০ টা)
২০. ইংল্যান্ড বনাম আমেরিকা (২৫ নভেম্বর, রাত ১ টা)
২১. তিউনিসিয়া বনাম পেরু অথবা অস্ট্রেলিয়া (২৬ নভেম্বর, বিকাল ৪ টা)
২২. পোল্যান্ড বনাম সৌদি আরব (২৬ নভেম্বর, সন্ধ্যা ৭ টা)
২৩. ফ্রান্স বনাম ডেনমার্ক (২৬ নভেম্বর, রাত ১০ টা)
২৪. আর্জেন্টিনা বনাম মেক্সিকো (২৬ নভেম্বর, রাত ১ টা)
২৫. জাপান বনাম কোস্টারিকা অথবা নিউজিল্যান্ড (২৭ নভেম্বর, বিকাল ৪ টা)
২৬. বেলজিয়াম বনাম মেক্সিকো (২৭ নভেম্বর, সন্ধ্যা ৭ টা)
২৭. ক্রোয়েশিয়া বনাম কানাডা (২৭ নভেম্বর, রাত ১০ টা)
২৮. স্পেন বনাম জার্মানি (২৭ নভেম্বর, রাত ১ টা)
২৯. ক্যামেরুন বনাম সার্বিয়া (২৮ নভেম্বর, বিকাল ৪ টা)
৩০. সাউথ কোরিয়া বনাম ঘানা (২৮ নভেম্বর, সন্ধ্যা ৭ টা)
৩১. ব্রাজিল বনাম সুইজারল্যান্ড (২৮ নভেম্বর, রাত ১০ টা)
৩২. পর্তুগাল বনাম উরুগুয়ে (২৮ নভেম্বর, রাত ১ টা)
৩৩. নেদারল্যান্ডস বনাম কাতার (২৯ নভেম্বর, রাত ৯ টা)
৩৪. ইকুয়েডোর বনাম সেনেগাল (২৯ নভেম্বর, রাত ৯ টা)
৩৫. ইরান বনাম আমেরিকা (২৯ নভেম্বর, রাত ১টা)
৩৬. স্কটল্যান্ড অথবা ইউক্রেন বনাম ইংল্যান্ড (২৯ নভেম্বর, রাত ১ টা)
৩৭. পেরু/সংযুক্ত আরব আমিরাত/অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক (৩০নভেম্বর, রাত ৯ টা)
৩৮. তিউনিসিয়া বনাম ফ্রান্স (৩০নভেম্বর, রাত ৯ টা)
৩৯. পোল্যান্ড বনাম আর্জেন্টিনা (৩০নভেম্বর, রাত ১ টা)
৪০. সৌদি আরব বনাম মেক্সিকো (৩০নভেম্বর, রাত ১ টা)
৪১. ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম (১ ডিসেম্বর, রাত ৯ টা)
৪২. কানাডা বনাম মরক্কো (১ ডিসেম্বর, রাত ৯ টা)
৪৩. জাপান বনাম স্পেন (১ ডিসেম্বর, রাত রাত ১ টা)
৪৪. কোস্টারিকা অথবা নিউজিল্যান্ড বনাম জার্মানি (১ ডিসেম্বর, রাত ১ টা)
৪৫. ঘানা বনাম উরুগুয়ে (২ ডিসেম্বর, রাত ৯ টা)
৪৬. সাউথ কোরিয়া বনাম পর্তুগাল (২ ডিসেম্বর, রাত ৯ টা)
৪৭. সার্বিয়া বনাম সুইজারল্যান্ড (২ ডিসেম্বর, রাত ১ টা)
৪৮. ক্যামেরুন বনাম ব্রাজিল (২ ডিসেম্বর, রাত ১ টা)
কাতার বিশ্বকাপ ২০২২ স্টেডিয়ামঃ
কাতারের মোট ৫ টি শহরের ৮ টি মাঠে এবারের আসর জমবে। স্টেডিয়াম গুলোর নাম নিচে উল্লেখ করা হলঃ
১. আল থুমামা স্টেডিয়াম
২. খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
৩.আল বাইত স্টেডিয়াম
৪. আহমেদ বিন আলি স্টেডিয়াম
৫. লুসাইল স্টেডিয়াম
৬. এডুকেশন সিটি স্টেডিয়াম
৭. স্টেডিয়াম ৯৭৪
৮. আল জানোব স্টেডিয়াম
আপনার পছন্দের দল কোনটি কমেন্ট করে জানিয়ে দিন। এবং আমার এই ব্লগটিকে আপনার ক্রীড়াপ্রেমী বন্ধুর কাছে শেয়ার করুন। ধন্যবাদ।
brazil
উত্তরমুছুন